বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সদ্য সাবেক স্বৈরাচারী সরকারের দোষররা বসে নেই। তারা একের পর ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তারা আমাদের মধ্যে সাস্প্রদায়িক বিবেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। রাতের অন্ধকারে ওইসব ষড়যন্ত্রকারীরা মন্দির, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপসানালয়ে আক্রমণ করে দেশের মধ্যে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আপনারা প্রতিটি মন্দির ও ধর্মীয় উপসনালয়কে পাহাড়া দিয়ে রাখবেন।
সোমবার দুপুরে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবোলম্বীদের আয়োজনে জেলার গৌরনদীতে র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সনাতন ধর্মাবোলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেছেন, সবচেয়ে জঘন্য হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করার চক্রন্তাকারীরা। যারা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীষ্টানদের আলাদাভাবে ভাগ করতে চায় তারা হলো মানবতার শত্রু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, বিএনপি নেতা দুলাল রায় দুলুসহ অন্যান্যরা। পরে থানার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালিতে সনাতন ধর্মের সহস্রাধিক অনুসারীরা অংশগ্রহণ করেন।