প্রতারণার মাধ্যমে আমানতকারীদের ৯৫ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় বরিশাল ডাকঘরের সাব পোস্ট মাস্টার আলাউদ্দিন সিকদার ও আমর্ড গার্ড শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।
সোমবার দুপুরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্তরা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বরিশাল মেডিকেল কলেজ টাউন পোস্ট অফিসে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটিয়েছে। তখন বিভিন্ন সময়ে একাধিক আমানতকারীর পাস বই থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। বর্তমানে তারা বরিশাল কেন্দ্রীয় ডাকঘরে একই পদে বরখাস্ত অবস্থায় রয়েছেন। রোববার দুপুরে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল আবদুর রশিদ মেডিকেল কলেজ টাউন পোস্ট অফিসে আকস্মিক পরিদর্শনে যান। ওইসময় এসব অনিয়ম ধরা পড়লে তদন্ত শেষে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা দুইজনের যোগসাজশে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের অবহিত না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।