বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কার ও ত্রাণ বিতরণ করার জন্য ময়মনসিংহের গফরগাঁওয়ে সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছে।
সোমবার দুপুরে গফরগাঁও এর সমন্বয়ক মবিনুর রহমান খান জানান, গফরগাঁওয়ে শহীদ মিনার প্রাঙ্গণ, রেলওয়ে স্টেশন চত্বর ও গরুহাটা মিনি স্টেডিয়াম এই তিনটি পয়েন্টে গণত্রাণ সংগ্রহ চলছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, চিড়া, মুড়ি, ডাল, আলু, তৈল, লবন ও সাবান।
বন্যা দুর্গত ফেনী এলাকায় আশ্রায়কেন্দ্রসহ বিভিন্ন গ্রামে ৫০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
এ সময় সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিমের গফরগাঁও এর সমন্বয়ক মবিনুর রহমান খান, সহ সমন্বয়ক মাজহার হিমেল, সহ সমন্বয়ক সাদিক প্রত্যয়, মোঃ কবির, তানভীর শেখ, শুভ ঢালি, জুবায়ের রাব্বি, মো মামুন, মাওলানা সাকের, মাওলানা হাসান সহ সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।