নীলফামারীর সৈয়দপুরে ছাত্র সংগঠনগুলো বণ্যাদূগর্ত এলাকার মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে। তারা বন্যা দূগর্ত মানুষের সাহায্যার্থে বৃহস্পতিবার থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নগদ অর্থ, পরিধীয় কাপড়, ওষুধ, স্যালাইন ও চাউলসহ বিভিন্ন খাদ্য সংগ্রহ করে থাকে।
সংগৃহিত ওই সকল পন্য নিয়ে তারা গতকাল ২৬ আগস্ট বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সৈয়দপুর পাঁচমাথা মোড়ে এনিয়ে কথা হয় সৈয়দপুর উপজেলা ছাত্র জনতা’র সমন্বয়ক এর সাথে। তার নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্র জনতার সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ও তাদের জন্য সাহায্যের হাত বাড়াতে এলাকার বিভিন্ন স্থান থেকে নগদ অর্থ,পরিধীয় কাপড়, চাউলসহ অন্যান্য পন্য সংগ্রহ করে। সোমবার ওই সকল পন্য নিয়ে তারা বন্যাদূর্গত এলাকায় রওয়ানা দেয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একার্যক্রম চলছে এবং তা অব্যাহত থাকবে।
আরেক সমন্বয়ক বলেন,সৈয়দপুরের মানুষ অত্যন্ত সহজ সরল। তারা বন্যার কথা শুনে সকলেই সাধ্যমত সহযোগিতা করেছেন। শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে আমরা মাইকে প্রচার করেছি। আর এতে বেশ সাড়া মেলেছে। তিনি বলেন, এ কাজে আমাদের ছাত্র সংগঠনের সকলেই কোন না কোনভাবে অংশ নেয়।