বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পরমাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। সোমবার সকালে পৌর শহরের হিন্দু সমাজ গৃহে মঙ্গল প্রদীপ জে¦লে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকল পর্যায়ের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরেরে বিভিন্ন মন্দির প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কমল দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারি প্রকল্প পরিচালক উৎসব মুখর রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল দাস প্রমুখ। এ সময় বক্তারা পরমাবতার ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে আলোচনা সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং বণ্যার্তদের সহযোগিতার জন্য অনুদান প্রদানের ঘোষনা দেন।