ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও বিগত সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার সকালে শহরের থানা রোডে বিএনপির দলীয় কার্ষালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে ফিরোজ বলেন, স্বচ্ছতার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দেশ পরিচালন জন্য এগিয়ে যাবে। সাংবাদিকরা আমাদের সমাজের দর্পন। তাদের কন্ঠ রোধ ও বাক স্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন স্বাধীন ভাবে সাংবাদিকরা লিখতে পারবেন। আপনারা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে বিগত স্বৈরাচারের ১৭ বছরের শাষনামলে অনিয়ম গুলি তুলে ধরে সমাজকে কলংকিত মুক্ত করবেন।
তিনি বলেন, গত ৪ আগষ্টের পর থেকে কালীগঞ্জসহ সারা দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা নির্ষাতিত সাধারন মানুষ ও ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দ্দেশনা, কোন সন্ত্রাসী, মাস্তান চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি দল বা আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তাৎক্ষনিক ভাবে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান, যুগ্ন আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ডাঃ নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক নজরুল ইসলাম তোতা, জবেদ আলী, অহেদ আলী ও আনোয়ার হোসেন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।