কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামে সোমবার সকাল এগারোটার দিকে শহীদ আবদুল কুদ্দুছ (৩৫) ও একই ইউনিয়নের পাটুলী গ্রামের শহীদ আইমান হাসান রাহুলের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। কবর জিয়ারত শেষে শহীদ আইমান হাসান রাহুলের মা বাবার সাথে এক সৈজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার উপজেলা আন্দোলনের সদস্য সচিব মোঃ জহিরুল হক কাজল, কেন্দ্রীয় নেতা হরিপদ দাস নান্টু, উপজেলা সদস্য সাজ্জাদ পারভেজ।
সব ধর্মকে সমান চোখে দেখার আহবান-
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
বাজিতপুর কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের হরি সভায় সোমবার দুপুর ১২ টায় শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমি উপলক্ষ্যে বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন সব ধর্ম কে সমান চোখে দেখতে হবে। কেউ আমাদের পর নয়। মুসলিম ও হিন্দু সবাই সমান অধিকার নিয়ে এদেশে বসবাস করে আসছে। বর্তমান পরিস্থিতিতে আতঙ্ক হওয়ার কিছু নেই। শ্রী শ্রী হরি সভার সভাপতি প্রাক্তন অধ্যাপক ইন্দ্রজিৎ দাসের সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার ও আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সচিব জহিরুল হক কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক ভূইয়া মঞ্জু, বিএনপি নেতা মেজবাহ উদ্দিন আহম্মেদ জামিল, প্রমুখ।