দেশের বণ্যা দূর্গতদের দূর্গতি লাঘব কামনার মধ্য দিয়ে পিরোজপুরে সনাতন ধর্মালম্বীরা সোমবার জন্মাষ্টমী উৎসব পালন করেছে। এ উপলক্ষে জেলা শহরের মদন মোহণ জিঁউর মন্দির থেকে সকাল সাড়ে ১১ একটি শোভাযাত্রা বের হয়। হাজারো হিন্দু নারী-পুরুষ-শিশুর অংশগ্রহনে শোভাযাত্রাটি শহর ঘুরে স্থানীয় রাজারহাট রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয় এবং সেখানে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়। এর আগে দেশের বণ্যা দুর্গতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোঃ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক দোলা রানী গুহ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার মাঝী, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক সুনীল কুমার চক্রবর্তী, ডা. তপন কুমার বসুসহ সনাতন ধর্মাবলম্বি নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশ নেন। আজ বিকাল ৫টায় রাজারহাট রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা ও গীতাপাঠ এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উদযাপন কমিটির পিরোজপুর জেলার সদস্য সচিব সুমন দাস জানান, এবারের জন্মাষ্টমীর কর্মসূচি খরচের একটি অংশ বণ্যাদুর্গতদের জন্য পাঠানো হবে।