সনাতন হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাষ্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান, সোমবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেকে আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও অন্যান্য দিনের মতোই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।