সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন জাদুঘর ও প্রত্নস্থলে কর্মরত অনিয়মিত/মাস্টাররোল কর্মচারীদের সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে রোববার দেশের বিভিন্ন বিভাগের জাদুঘর ও প্রত্নস্থলে কর্মরত অনিয়মিত/মাস্টাররোল শ্রমিকরা জড়ো হয়ে আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টাব্যাপী শান্তিপুর্ণভাবে অবস্থান করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে মাস্টাররোল কর্মচারীদের আবেগতারিত হয়ে অনেকে চোখের অশ্রু সংবরণ করতে পারেননি। এভাবে কেউ তাদের দাবী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে সাহস পাননি চাকুরী হারানোর ভয়ে। এ সময় অধিদপ্তরের ডিজি অতিরিক্ত সচিব সাবিনা আলম আশস্ত করে বলেন আপনাদের লিখিত ৯দফা দাবীনামার কপি পেয়েছি। সেটি মাননীয় উপদেষ্টার কাছে প্রেরণ করবো বলে আশস্ত করলে তারা আজকের মতো কর্মসূচি সমাপ্ত করে স্ব স্ব কর্মস্থলে ফিরে যান।
এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে তাদের লিখিত নয় দফা দাবিনামা পেশ করেছেন। এসব দাবির অনুলিপি অন্তর্বতীকালীন সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন। এসব দাবি পূরণ না হলে শিগগির আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে ফের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
অনিয়মিত মাস্টাররোল কর্মচারীদের লিখিত পত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনস্থ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ৪০০ জনের অধিক অনিয়মিত কর্মচারী দেশের বিভিন্ন জাদুঘর ও প্রত্নস্থলে দায়িত্ব পালন করে আসছেন। অধিকাংশ কর্মচারী জীবনের প্রায় অর্ধেক সময় পার করে দিয়েছেন এই অধিদপ্তরে। কারও অন্যত্র চাকুরী করার বয়সও অতিক্রম হয়ে গেছে। এসব কর্মচারী স্বল্প বেতনে চাকরি করায় ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ ছাড়া এই অধিদপ্তরের খুলনা ও বরিশাল আঞ্চলিক কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৩৩ জন কর্মচারীকে রাজস্ব খাতে স্তানান্তরিত করা হয়েছে। এমতাবস্থায় সমতা ও বৈষম্য দূর করতে সবাই তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন।
অনিয়মিত কর্মচারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
১। দৈনিক ৮০০/- (আটশত টাকা হারে) বেতন বৃদ্ধিকরণ
২। দু দুটি ঈদ বোনাস প্রদান
৩। নববর্ষ ভাতা প্রদান
৪। ৩০ দিনের হাজিরা প্রদান
৫। জাদুঘর ও প্রত্নস্থলে কর্মরত রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের মতো সবাইকে সপ্তাহে দেড় দিনের ছুটি প্রদান
৬। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধকরণ
৭। বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি প্রদান
৮। কোনো কর্মচারীর মেডিকেল ছুটির প্রয়োজনসাপেক্ষে তাকে মেডিকেল ছুটি প্রদান
৯। সকলকে নিজ বাড়ির নিকটবর্তী জাদুঘর/প্রত্নস্থলে নিয়োজিত রাখা ইত্যাদি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনিয়মিত কর্মচারী মো: দেলোয়ার হোসেন, মো: আবু বকর সেখ, মো: সুলতান মিয়া বলেন, আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনিয়মিত কর্মচারীরা প্রতত্নত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে আমাদের
৯ দফা দাবী জানিয়ে লিখিত দিয়েছি। এসব দাবী নামার অনুলিপি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি সচিব, জনপ্রশাসন সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক (প্রশাসন) বরাবরেও প্রেরণ করা হয়েছে। আমরা দীর্ঘ বছর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে অধিদপ্তরের অর্পিত দায়িত্ব ঝড় বৃষ্টি উপেক্ষা করে যথাযথভাবে পালন করে আসছি। আমাদেরকে রাজস্বখাতে অন্তর্ভূক্ত করার আবেদন জানাই।
মানিকগঞ্জ জেলার বালিয়াটি প্রাসাদ প্রত্নস্থলের কর্মচারী মো: কামরুল ইসলাম ও রবিউল ইসলাম বলেন, দিবারাত্রি বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকিয়ে নির্ধারিত পোষাকবিহীন মাত্র তেরো হাজার টাকার বেতনে চাকুরী করে আসছি। এই অল্প বেতনে সংসারের খরচ চালিয়ে যেতে ঝণগ্রস্ত হয়ে পড়েছি। চাকুৃরী করে মিনিমাম একটা পরিবার পরিজনের চাহিদা পূরণই যদি না হয় এরচেয়ে দু:খজনক আর কী হতে পারে। আমাদের সকলের দাবী একটাই চাকুরী রাজস্বখাতে স্থায়ী করা হউক।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা জমিদার বাড়ির নিয়োজিত অনিয়মিত কর্মচারী মো: সুমন মিয়া বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে অন্তবর্তীকালীন সরকার গঠন একটি যুগান্তকারী অধ্যায়। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়মিত কর্মচারীরা যেমন সুবিধা পান আমরা সেটি পাই না। অন্তবর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্টদের কাছে আমাদের আকুল আবেদন সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে আমাদেরকে রাজস্বখাতে স্তানান্তরের পূর্ব পর্যন্ত ৯ দফা দাবী বাস্তবায়নের অনুরোধ জানাই।
তরিকুল ইসলাম বলেন, প্রায় ৪০০ (চার শত) জনের অধিক অনিয়মিত কর্মচারী দেশের বিভিন্ন জাদুঘর ও প্রত্নস্থলে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। অধিকাংশ কর্মচারীরা জীবনের প্রায় অর্ধেক সময় পার করে দিয়েছে এ অধিদপ্তরে। আমাদের চাকুরী রাজস্বখাতে নেয়ার জন্য আদালতে একটি রিট পিটিশন মামলাও চলমান রয়েছে।
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সংরক্ষিত প্রত্নস্থল মধ্যযুগের কবি চন্দ্রাবতী ও কবি দ্বিজবংশি দাস মন্দিরের দায়িত্বে নিয়োজিত মো. আমিনুল হক বলেন, আমাদের কিশোরগঞ্জের গর্বই না, এশিয়া মহাদেশের স্বনামধন্য মধ্যযুগের কীর্তিময়ী কবি চন্দ্রাবতী ও তাঁর বাবা দ্বিজবংশি দাসের স্মৃতি বিজড়িত মন্দিরদ্বয়ের নিয়োজিত একজন সেবক হিসেবে নিজেকে গর্ববোধ করছি। তেমনি স্বল্প বেতনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসারের খরচ চালাতে মানবেতর জীবন যাপন করছি। সংরক্ষিত প্রত্নস্থল বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি ও চন্দ্রাবতীর স্মৃতি সংরক্ষণে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রত্ন উন্নয়নে নিষ্ঠার সাথে এক যুগের অধিক নিবেদিত হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করছি। তাই আমাদের রাজস্ব খাতে স্থানান্তরনের স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি।
বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি প্রত্নস্থলের অনিয়মিত কর্মচারী দেওয়ান জামাল দাদ খাঁ বলেন, যে বেতনে দায়িত্ব পালন করছি এতে করে ৫ সদস্যের পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে। একজন বীর ঈশা খাঁর ১৫ তম পুরুষ হিসেবে অন্তবর্তী সরকারের কাছে দাবী জানাচ্ছি যে আমাদের বাড়ি সরকার অধিগ্রহণ করে সংস্কার করে জাদুঘরের প্রক্রিয়াধীন আছেন। তাই এখানে আমাদেরকে রাজস্বখাতে অন্তর্ভূক্ত করে নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে জীবন যাপনের আবেদন জানাই।
দীর্ঘ বছরের সকল প্রকার বৈষম্য দূরীকরণের পাশাপাশি দেশের প্রত্নপ্রেমী অনিয়মিত কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত ৯ দফা দাবী বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছেন বিজ্ঞ মহল।