নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লাঞ্ছিত এবং জোরপূর্বকভাবে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
রোববার (২৫ আগস্ট) বিকেলে জলঢাকা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীদের আয়োজনে উপজেলা পরিষদে ইউএনও'র কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, বালাগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদার রহমান ও রাজারহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ পত্রে টিপসই ও স্বাক্ষর নিয়ে যেভাবে লাঞ্ছিত সহ যেভাবে সন্ত্রাসী হামলা চলছে তাতে আর সম্মান নিয়ে থাকা যায়না। রোববার হরিশ চন্দ্র পাট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ আবদুল আজিজকে লাঞ্ছিত করে গুরুতর আহতাবস্থায় তার কাজ থেকে জোরপূর্বক টিপসই নেওয়া হয়েছে।
এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এবিষয়ে খুটামারা ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফেরদৌস আলম ও মাহামুদার রহমান জানায়, আসলে এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। তবে স্বার্থান্বেষী মহল স্কুলের কিছু শিক্ষার্থীদের দিয়ে এমন ঘটনা ঘটাচ্ছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।