উন্নত দেশ গড়ার রূপকল্প হাতে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আর উন্নত দেশ গড়ার পথে প্রধান শর্তগুলোর একটি হলো শিল্পের উন্নয়ন। কিন্তু শিল্পের বিকাশ এবং বিদ্যমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি দরকার তা উৎপাদন ও সরবরাহে পিছিয়ে পড়ছে রাষ্ট্রীয় ও সরকারি সংস্থাগুলো। বার বার আশার বাণী শোনা গেলেও গ্যাস সংকট কাটছে না। প্রায় এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও বাসাবাড়িতেও সংকট চলছে। বিশেষ করে রাজধানী ঢাকায় গ্যাস সংকট দিনে দিনে চরম আকার ধারণ করছে। এই সংকট কবে দূর হবে তাও বলতে পারছে না সংশ্লিষ্টরা। প্রতি মাসে গ্যাস বিল দেওয়ার পাশাপাশি সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করতে গিয়ে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস পাওয়া যায় না। গ্যাসের চাপ বাড়ে সন্ধ্যার পর বা কোথাও কোথাও গভীর রাতে অথবা ভোর ৫টা-৬টার দিকে। রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়া বাজার, কেরানীগঞ্জ, হাসনাবাদ, যাত্রাবাড়ী, ধলপুর, কাঁঠালবাগান ও কল্যাণপুর এলাকায় গ্যাস সংকট বেশি। পেট্রোবাংলা বলছে, ঘূর্ণিঝড় রিমালে গত ২৬ মে ক্ষতিগ্রস্ত হয় সামিটের ভাসমান এলএনজি টার্মিনালটি। এখন পর্যন্ত টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু করতে না পারায় ৫০ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ কম হচ্ছে। এজন্য সংকট আরও বেড়েছে। অন্যদিকে গ্যাস সংকটে প্রয়োজনীয় বিদ্যুৎ না পাওয়ায় শিল্প কারখানার উৎপাদন কমেছে। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় গ্যাস নিতে সময় বেশি লাগছে। গ্যাস সংকটে বড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখতে হচ্ছে। এতে দেশের গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গ্যাস সংকট দেশের অর্থনীতির জন্য যেমন দুঃসংবাদ বলে বিবেচিত হচ্ছে, তেমন কেড়ে নিয়েছে জনমনের স্বস্তি। তাই গ্যাসের চাহিদা মেটানোর টেকসই ও সাশ্রয়ী সমাধান হলো স্থানীয় গ্যাস অনুসন্ধান করে উৎপাদন বাড়ানো। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সমুদ্রাঞ্চলে বিপুল সম্ভাবনা থাকলেও সেখানে এখন পর্যন্ত অর্জন শূন্য। ফলে বিদ্যমান বাস্তবতায় সরকার বা সংশ্লিষ্ট মহলকে গ্যাস নিয়ে যে ধরনের সংকট সৃষ্টি হয়েছে তা নিরসন করতে হবে। আমরা মনে করি, অবৈধ সংযোগ প্রদান বন্ধ, সেই সঙ্গে বৈধ সংযোগে বাসাবাড়িসহ সব ক্ষেত্রে গ্যাস পাওয়ার একটি সমন্বিত নীতি গ্রহণ জরুরি। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পেট্রোবাংলা সাধ্যানুযায়ী সব চেষ্টা চালাবে, এ ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে- এমনটিই প্রত্যাশা।