কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হারানো স্বর্নের চেইন ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়,গত শনিবার হোসেনপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ১৮ নং কক্ষে শিউলি আক্তার নামের এক রোগী ইসিজি করতে আসেন। ভুলক্রমে ওই রোগী একটি স্বর্ণের চেইন ঐ কক্ষে রেখে যান। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। চেইন হারানোর ঘটনাটি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তানভীর হাসান জিকোকে ফোনে জানালে তিনি খোঁজ নিয়ে চেইনটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রোববার দুপুরে ভুক্তভোগী রোগী শিউলি আক্তার কে হারিয়ে যাওয়া চেইনটি ফেরত দেওয়া হয়।
শিউলী আক্তার জানান, ২৪ ঘন্টার মধ্যে স্বর্নের চেইন পাওয়ায় হাসপাতালে সততার পরিচয় মিলেছে।
জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : তানভীর হাসান জিকো বলেন, চিকিৎসা নিতে আসা শিউলি আক্তার নামের রোগীকে তার ভুলক্রমে রেখে যাওয়া স্বর্নের চেইনটি ফেরত দেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত মালিকের কাছে চেইনটি ফেরত দিতে পারায় আমার খুব ভালো লেগেছে।