যৌবনে ফেরা টৈটম্বুর পদ্মা এবার প্রতিবেশী রাষ্ট্রের খামখেয়ালিতে ক্রমেই টালমাটাল হয়ে উঠছে। সবশেষ মাত্র এক দিনের ব্যবধানে ভরা পদ্মার যৌবনে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। যার ধারাবাহিকতা বজায় থাকলে আগামী অল্প কিছুদিনের মধ্যেই বিপদসীমায় পৌছে যাবে। এর জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের খামখেয়ালিপনাকে দায়ি করছেন পদ্মাপাড়ের বসতি। তারা বলছেন, যুগের পর যুগ নব্যতা সংকটে খরা থাকা পদ্মার যৌবনে ভাঁটা থাকলেও এই প্রতিবেশী দেশ পাশে দাঁড়ায়নি। যদিও রাষ্ট্রিয়ভাবে পানি প্রদানের জন্য তাদের চুক্তি করা ছিল। যে চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেছে যুগ যুগ ধরে। যার ফলশ্রুতিতে পেছনের দিনগুলোতে অসময়ে ছেড়েছে পানি। যে পানি পেয়ে উপকার তো দুরের কথা, বছরের পর বছর বাংলাদেশকে দিয়ে গেছে অসহ্য যন্ত্রনা। বিগত দিনগুলো নিজ দেশের স্বার্থে ভারত সরকার পানি চুক্তির বৈষম্য ঘটালেও এবার ব্যক্তি কেন্দ্রীক স্বার্থে মোদি সরকার রাজনৈতিক কুটকৌশল চালাচ্ছে। ফলে নদীর তীরবর্তী এলাকাগুলোতে প¬াবনের ঝুঁকি ও আতঙ্ক বাড়ছে। তবে এই পনি বৃদ্ধিতে দেশের অন্যান্য এলাকার মত রাজশাহীতে আপাতত শঙ্কা করার কারণ নেই বলে রোববার (২৫ আগস্ট) বিকেলে প্রতিদিনের সংবাদ কে জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক।
তিনি বলেন, চলতি মৌসুমের মধ্যে গত ১৭ আগস্ট রাজশাহীর পদ্মায় সর্বোচ্চ পানি দেখা দেয়। ওইদিন এখানে পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫৪ সেন্টিমিটার। তবে তার পরদিন ১৮ আগস্ট থেকে পানি কমতে শুরু করেছিল, যা ২২ আগস্ট সোমবার পর্যন্ত ক্রমাগত কমতে থাকে। ওইদিন সোমবার সন্ধা ৬টায় পানির লেভেল ছিল ১৬ দশমিক ১১ সেন্টিমিটার। এরপর ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে আবারো পানি বাড়তে শুরু করে। ২৩ আগস্ট দুপুর ১২টায় পানির লেভেল ছিল ১৬ দশমিক ২২ সেন্টিমিটার। এরপর এক দিনের ব্যবধানে গত ২৪ আগস্ট শনিবার পানির লেভেল হয় ১৬ দশমিক ২৪ সেন্টিমিটার। আর রোববার (২৫ আগস্ট) দুপুর ১২ টার মাপে পানির পরিমাণ দেখায় ১৬ দশমিক ২৭ সেন্টিমিটার। যা আনুপাতিক হারে সবশেষ এক দিনের ব্যবধানে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। এদিন শেষ খবরে রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার ১ দশমিক ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গেজ রিডার এনামুল হক আরো বলেন, রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর বিপদসীমা ধরা ছিল ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার, যা ২০১৩ সালে একবার অতিক্রম করেছিল। এরপর থেকে পদ্মার পানি আর বিপদসীমা ছুঁতে পারেনি। তবে রাজশাহী অঞ্চলে পদ্মার বিপদসীমা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ১৮ দশমিক ০৫ মিটার। আর রোববার দুপুর ১২ টার মাপে ১৬ দশমিক ২৭ সেন্টিমিটার পানির পরিমানে বিপদসীমায় পৌছতে বাকি রয়েছে ১ দশমিক ৭৮ সেন্টিমিটার। এমনভাবে বাড়তে থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই বলেও জানান রিডার এনামুল।