সুজানগরের সুটকারমোড়-সাতবাড়ীয়া সড়কে নির্মিত ব্রিজের এ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোন মুহূর্তে ব্রিজটি থেকে যানবাহন খাদে পড়ে বড়- ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, ৬/৭মাস আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। সেই সঙ্গে নির্মাণ করা হয় ব্রিজটির এ্যাপ্রোচ সড়ক। স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান জানান, অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজটির এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। তাছাড়া ওই সড়কের পাশে গভীর খাল থাকলেও কোন প্রকার প্যালাসাইটিং বা গাইড ওয়াল নির্মাণ করা হয়নি। ফলে গত ৩/৪দিনের ভারি বৃষ্টিতে এ্যাপ্রোচ সড়কের কিছু অংশ ভেঙ্গে গভীর খাদে পরিণত হয়েছে। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত জনসাধারণের পাশাপাশি ভ্যান এবং সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু এ্যাপ্রোচ ব্রিজটির ওই এ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে যাওয়ার কারণে জনসাধারণ ও যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। যেকোন মুহূর্তে ওই সকল যানবাহন ও জনসাধারণ ব্রিজটির ওপর দিয়ে চলতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। এলাকাবাসী ব্রিজের এ্যাপ্রোচ সড়ক সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে নবাগত উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুন্নবী বলেন আমি এ্যাপ্রোচ সড়ক ভাঙ্গার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছি। শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।