মুলাদীতে ইসলামি ছাত্র আন্দোলনের পৌর সম্মেলন করা হয়েছে। রোববার বেলা ২টায় মুলাদী প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন, মুলাদী পৌরসভা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু তাহের মাতুব্বরসহ উপজেলা ও পৌর ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকমীরা। সম্মেলনে মুহাম্মদ রিফাত হোসেনকে আহ্বায়ক, মুহাম্মদ বায়েজিদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক, মুহাম্মদ সানাউল্লাহকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।