মুলাদীতে ৪৫ দিনের ছুটি নিয়ে ইতালি গেছেন সফিপুর ইউনিয়নের মধ্য চরমালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা। সাত মাস পেরিয়ে গেলেও বিদ্যালয়ে যোগদান করেননি তিনি। ফলে ওই বিদ্যালয়ে শিক্ষক সংকটে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, সহকারী শিক্ষক আছমা চিকিৎসার জন্য ইতালি যাওয়ার লক্ষ্যে জানুয়ারি মাসে ছুটির আবেদন করেছিলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে গত ২২ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ৪৫ দিনের চিকিৎসা ছুটি মঞ্জুর করা হয়। ওই ছুটি শেষ হলেও আছমা রোববার অর্থ্যাৎ ২৫ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ে যোগদান করেননি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা সুলতানা জানান, কয়েক মাস আগে প্রধান শিক্ষক অবসর গ্রহণ করায় বর্তমানে মাত্র ৩জন শিক্ষক রয়েছে। এতে দুই শিফট বিদ্যালয় পরিচালনা করতে অনেক সমস্যা হচ্ছে। একজন শিক্ষক ছুটিতে থাকায় নতুন শিক্ষক পদায়ন করতে পারছেন না কর্মকর্তারা। ফলে বিদ্যালয়ের লেখাপড়ায় বিঘ্নিত হওয়ার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ খান বলেন, সহকারী শিক্ষক আছমা চিকিৎসার জন্য ৪৫ দিনের ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে গেছেন। নির্ধারিত ছুটি শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেননি। বর্তমানে ওই শিক্ষক ইতালির ভেনিস শহরে স্বামীর কাছে অবস্থান করছেন বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি প্রতিবেদন দিয়েছেন। তাঁর বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ছুটি শেষ হওয়ার সাড়ে ৫মাসের বেশি সময় অতিবাহিত হলেও সহকারী শিক্ষক আছমা বিদ্যালয়ে যোগদান করেননি। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।