মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও মৎস্য চাষী মোঃ নাসির শেখ (৪৮) কে গুলি করা হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত মসজিদের সামনের রাস্তায়।
সে মালামত (দেবীপুরা) গ্রামের মৃত আবদুস সামাদ শেখের ছেলে। এই বিষয়ে নাসির শেখের ছোট ভাই মোঃ সেলিম শেখ জানান শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে আমার বড় ভাই মালখানগর চৌরাস্তা থেকে বাড়িতে আসছিলেন। মালামত জামে মসজিদের পাশে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে থাকা কয়েকজন দূর্বৃত্তরা তাকে গতিরোধ করে তার গলায় গুলি করে চলে যায়।
আমার ভাই চিৎকার দিয়ে দৌড়ে পাশের বাড়ি দেলোয়ার শেখের ঘরে আশ্রয় নেয়।
আমি খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি আমার ভাই মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে।
তখন আমার ভাই বলেন ওরা আমাকে মেরে ফেলবে, তখন আমি বলি ওরা কারা, আমার ভাই বলে নূর মোহাম্মদ শেখ এর ছেলেরা আমাকে গুলি করেছে।
তখন আমারা ভাইকে নিয়ে রাত ১১ টার দিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক দেখে জানান আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
পরবর্তীতে সিরাজদিখান থানা পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
এরপর আমি পরিবারের সাথে পরামর্শ করে নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করি। আসামিরা হলো একই গ্রামের নুর মোহাম্মদ শেখের তিন ছেলে, মোঃ সেলিম ওরফে বাবু (৩৮), নয়ন শেখ (২৪), জাকির শেখসহ (৪১) অজ্ঞাত আরো ৪/৫ জন।
এজাহার সূত্রে আরো জানাযায় একই গ্রামের নূর মোহাম্মদ শেখের পুত্রদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই কারণে তারা নাছিরকে গুলি হত্যা করেছে।