ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বাশা কাউন্টারে বোমা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক দুই পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক দুই উপজেলা ভাইচ চেয়ারম্যান,আট জন ইউপি চেয়ারম্যান, তিন জন শ্রমিক নেতাসহ ৮৩ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ ধানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলায় উল্লেখ যোগ্য আসামিরা হলেন, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ও আশরাফুল আলম আশরাফ এবং উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী,মাদুদর রহমান মন্টু, আনিচুর রহমান মিঠু মালিতা, এ মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল,রাশেদ শমসের, ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন,আলা উদ্দিন,আবুল কালাম আজাদ,রাজু আহমেদ রনি লস্কর,আলী হোসেন অপু, মহিদুল ইসলাম মন্টু,আলা উদ্দিন, নাছির উদ্দীন চৌধুরী, মোচিকের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শুরফুল ইসলা, সাধারন সম্পাদক রজব আলী মন্টু, মুশফিকুর রহমান ডাবলু, প্রয়াত এমপি আনোয়ারুল আজীমের ব্যাক্তিগত সহকারি আবদুর রউফসহ ৮৩ জনের নাম উল্লেখ করে ৮০/৯০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।
২৫ আগস্ট রোববার উপজেলার পাইকপাাড়া গ্রামের আকবর আলীর ছেলে এ, কে,এম খালেদ সাইফুল্লাহ বাদি হয়ে কালীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা নং১১।ধারা১৪৩/৪৪৭/৪২৭/৪৩৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরন উপাদানের বলি আইনের৩/৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় বাদি তার কাউন্টারে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন।
মামলার নতিতে উল্লেখ করা হয়েছে, চলতি মাসের ৪ আগস্ট বিকাল ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের মেইন বাসস্টান্ডে পূর্বাশা কাউন্টারে গান পাউডার ছিটিয়ে আগুন ধোরিয়ে দেয়, চেয়ার, টেবিল,আলমারি,কম্পিউটার, প্রিন্টার, ভাঙচুর করে,বোমা নিক্ষেপ৮/১০ টি বোমা ফাটায়। এ সময় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে আসলে তাদের গাড়ি গতিরোধ করে ফিরিয়ে দেওয়া হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। দ্রুত পুলিশি অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।