কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরীখিল গ্রামের হক মৎস্য খামার ও মৎস্যবীজ উৎপাদন কেন্দ্রের ৫০টি পুকুরের মাছ বন্যার পানিতে সম্পূর্ণ ভেসে গেছে। এতে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য চাষী দুই ভাই ওবায়েদুল হক মজুমদার ও আবদুল হান্নান মজুমদারের।
জানা যায়, নাঙ্গলকোটে মৎস্য প্রজনন ও চাষে ঐতিহ্যবাহী সফল প্রতিষ্ঠান হক মৎস্য খামার দীর্ঘ ৪০ বছর যাবত এ অঞ্চলে অত্যান্ত সুনাম ও দক্ষতার সাথে মৎস্য চাষ প্রকল্প পরিচালনা করে আসছেন। এবারের বন্যায় তাদের ৫০ টি পুকুরে বিক্রি উপযুক্ত ৩ লক্ষ দেশীয় টেংরা ও গোলসা, ২ লক্ষ শিং, ১ লক্ষ পাবদা, ১৫ হাজার কার্ফ, ১০ হাজার রুই মাছ চাষে ছিল। চাষ কৃত মাছগুলো সেপ্টেম্বর মাসের প্রথম দিকে বিক্রয়ের পরিকল্পনা ছিল। এছাড়াও খামারের ২৫ লক্ষ গুলশা, টেংরা, ১০লক্ষ শিং, ২লক্ষ পাবদা মাছের পোনা বন্যায় ভেসে গেছে। এখনো মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট কেউ ক্ষতিগ্রস্ত এ খামারের খোঁজ নেয়নি। খামারের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করেন খামারি ও স্থানীয়রা।
খামারি ওবায়েদুল হক ও আবদুল হান্নান বলেন, নিজেদের পুঁজি ও ধারদেনা করে ৫০টি পুকুরে বিভিন্ন জাতের মাছের চাষ করেছি। আগামী ১০দিন পর মাছ গুলো বিক্রি করার কথা ছিল। অকষ্মিক বন্যায় আমাদের সবগুলো পুকুরের প্রায় সৌয়া দু’কোটি টাকার মাছ ভেসে গেছে। আমরা এখন দিশেহারা। মানুষ থেকে নেয়া ঋণের অনেক টাকা, খাদ্য ব্যবসায়ীদের পাওনা প্রায় ৭০ লক্ষ টাকা ব্যাংক ঋণ কিভাবে শোধ করবো। আমাদের এ বিপদে সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।
স্থানীয় সমাজকর্মী ইসহাক হাজারী বলেন, হক মৎস্য খামার দীর্ঘদিন যাবত সফলতার সাথে মাছ চাষ করে এ অঞ্চলে অনেক লোকের কর্মসংস্থান ও আমিষের চাহিদা মিটিয়ে আসছিল। বন্যায় তাদের খামারের কোটি টাকার মাছ ভেসে গেছে। আমার জানামতে বিভিন্ন খাদ্য ব্যবসায়ীরা তাদের নিকট বড় অংকের টাকা পাওনা আছে। ক্ষতিগ্রস্ত খামারের মালিক দুই ভাই এখন দিশেহারা। তারা এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে তা জানা নেই। এ বিপদে তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত খামারিরা লিখিত ভাবে আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে তাদেরকে সহযোগিতার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।