বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।
দীর্ঘদিন পর ঢাকা থেকে নিজ এলাকায় আসা কারাবরেণ্য কেন্দ্রীয় বিএনপি নেতাকে রোববার দুপুরে শত শত মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা জেলার প্রবেশদ্বার গৌরনদীর ভূরঘাটায় ফুল দিয়ে বরণ করেন। এরপর বহর নিয়ে গৌরনদী বাসষ্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত পথসভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান নেতাকর্মীদের কাছে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়ে সকলকে শান্ত থাকার আহবান করেন। একই সভায় আগামীতে বরিশাল-১ আসনের সর্বস্তরের জনসাধারণের সেবা করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে পূর্ণরায় তার (সোবাহান) সাথে আগৈলঝাড়া উপজেলা পর্যন্ত যান। এ সময় কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান প্রতিটি বাসষ্ট্যান্ডে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের কাছ থেকে হাত নেরে শুভেচ্ছা গ্রহণ করেন।