আরও দুই মামলায় আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের ৪৬৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক এ মামলা দুটি দায়ের করা হয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানায়। মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রিপন ও বিএনপি নেত্রী রুমা আক্তারের দায়েরকরা পৃথক মামলা দুটিতে ১১৬ জনের নামোল্লেখসহ ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে রোববার সকালে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এজাহারের বরাত দিয়ে জানিয়েছেন, মহানগর বিএনপির নেত্রী রুমা আক্তার বাদী হয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের ২৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা দুইশ’ জনকে আসামি করেছে।
এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাই নগরীর সিএন্ডবি রোডস্থ তন্ময় কমিউনিটি সেন্টারের সমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শ্লোগান দিলে হাতবোমা, ককটেল, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।
এছাড়া মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রিপনের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না, বিসিসির কাউন্সিলর শেখ সাইদ আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর এটি এম শহিদুল্লাহ কবিরসহ ৯৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। মামলায় বাদী উল্লেখ করেন, ১৯ জুলাই বিকেলে নগরীর চৌমাথা বাজারের দক্ষিণ পার্শ্বে বিএডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে অংশগ্রহণের জন্য গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকেসহ অন্যান্যের আহত করে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাবেক প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, এফবিসিআইর পরিচালক মঈনুদ্দিন আব্দুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ ১ হাজার ৮১ জনকে আসামি করে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক একটি মামলা দায়ের করেন।