রংপুরের পীরগাছায় পৈত্রিক সম্পত্তি দখলে নেওয়ার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নারীসহ ৫ জনকে বেদম মারপিট করার অভিযোগ উঠছে কয়েকজন প্রতিবেশির বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক বৃদ্ধকে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকাবাসী ওই বৃদ্ধকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হামলাকারীরা জমিটি দখলে নিয়ে নেয়। শনিবার রাতে জমি দখলের চেষ্টা বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার পর রোববার সকালে এ ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ (সরকারটারী) গ্রামে। এ ধরনের একটি ভিডিও রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের ইউসুফ আলীর সাথে প্রতিবেশি আইয়ুব হোসেন, আজাদুল ইসলাম ও খয়বার হোসেনদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে দ্বন্দ চলে আসছিলো। এ নিয়ে শনিবার রাতে ইউসুফ আলীর ছেলে মনজুর হোসেন পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার সকাল ১০ টার দিকে প্রতিবেশি আইয়ুব হোসেন, আজাদুল ইসলাম ও খয়বার হোসেন তাদের ভাড়াটিয়া লোকজন নিয়ে ইউসুফ আলীসহ কয়েকজনকে তুলে নিয়ে যান এবং ধারালো লাঠিসোঠা ও ইট-পাটকেল দিয়ে বেদম মারপিট করেন। এতে ইউসুফ আলী রক্তাক্ত জখম হন এবং আবদুর রাজ্জাক (৩৯), মনজুর হোসেন (২৫), রাশিদা বেগম (৪০) ও শাহানা বেগম (৩৭) আহত হন। এদের মধ্যে ইউসুফ আলীকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
আহত মনজুর হোসেন বলেন, রাতে থানায় অভিযোগ দিলাম, আর সকালে আমাদের তুলে নিয়ে গিয়ে মারপিট করে জমি দখলে নিয়েছে। আমার বাবার মাথায় বড় ধরনের জখম হয়েছে। আমি আবারো থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত আজাদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে চাননি।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ওসি তদন্ত নাহিদ হোসেন বলেন, মারামারির বিষয়টি একজন ফোনে জানিয়েছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।