নীলফামারীর সৈয়দপুর শহরে সম্প্রতি বেড়েছে যানজট। কোন ভাবেই যানজট নিয়ন্ত্রণ করতে পারছেন না ট্রাফিক বিভাগ। কয়েকদিন আগে যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল শিক্ষার্থীরা। সে সময় শহরে অনেকটা যানজট নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শিক্ষার্থীরা সড়ে যাওয়ায় আবার যানজট বেড়ে যায়।
রোববার ২৫ আগস্ট কয়েক দফায় শহরে যানজট সৃষ্টি হয়। শহরের পাঁচমাথা মোড়, শেরে বাংলা সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়,শহীদ ডাঃ জিকরুল হক সড়ক, মদিনা মোড় হয়ে শহীদ তুলশীরাম সড়ক থাকে যানজটে। এ সময় রাস্তায় শতাধিক অটো রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, পিকআপ আটকে থাকে। অপরপাশে কলাহাটি রোড, চাল মার্কেট পড়ে যানজটের কবলে। ওই যানজট স্বাভাবিক হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায়। এ সময় চরম দুর্ভোগে পড়েন পথচারিসহ সাধারণ মানুষ। বিশেষ করে হাসপাতালে যাওয়া রোগিরা।
সৈয়দপুর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান,সৈয়দপুর হয়ে প্রতিদিন আন্তঃনগর ও মেইল মিলে ৭টি ট্রেন চলাচল করে ঢাকা,যশোহর,রাজশাহী ও খুলনা।
ওই সময়ে শহরে যানজট বেশি হয়ে থাকে। তাছাড়া এ ছোট শহরে কয়েক হাজার রিক্সা,অটোরিকশা, অটো ভ্যান সিএনজি চলাচল করে থাকে। এদের যত্রতত্র অবস্থান অনেক সময় শহরে যানজটের সৃষ্টি করে। তার পাশাপাশি বর্তমানে ট্রাফিক বিভাগে লোকবল সংকট। দীর্ঘদিন থেকে এ বিভাগে লোকবল সংকট চলছে। তবে এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লোকবল বাড়ানো হলে শহরে অনেকটা যানজট নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।
পথচারি সেকেন্দার আলী জানান,শহরের মধ্যদিয়ে কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে লায়ন্স স্কুল এ- কলেজ,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ- কলেজ, সরকারী বিঞ্জান কলেজ এবং ক্যান্টবোর্ড স্কুলে। আর ওই সময় যদি ট্রেন আসে বা যায় তাহলে যানজট বাঁধে। তিনি বলেন স্কুল ও কলেজ সময়ে যদি কোন ট্রেন চলাচল না করে তাহলে শহরে যানজট নিয়ন্ত্রণে থাকতে পারে।
বাজার সারতে আসা জাহাঙ্গীর আলম জানান এখনো ফুটপাতে কিছু দোকান বসে। অনেক সময় এদের কারণেও যানজট দেখা দেয়। তিনি বলেন দিনের বেলা শহরে আট ও দশ চাকার ট্রাক প্রবেশ করতে দেখা যায়। ফলে যানজট লেগে থাকে।
ব্যবসায়ি আনোয়ার হোসেন জানান, পৌরসভা কর্তৃক অটো ও ইজিবাইকের লাগামহীন লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে তাহলে শহরে যানজট কমে আসবে। ছোট শহরে পৌরসভা কয়েক হাজার লাইসেন্স প্রদান করায় শহরে জটলা বাঁধে। সৃষ্টি হয় যানজট।