পিরোজপুরের কাউখালীতে রোববার (২৫ আগষ্ট) উপজেলার জয়কুল এম মতিউর রহমান কারিগরি স্কুল এ- কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন এর বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি, অর্থ আত্মসাতের অভিযোগ এনে শিক্ষার্থী ও এলাকাবাসী তার অপসারনের দাবীতে ঘণ্টাব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালণ করে। এ সময় বক্তব্য রাখেন একাদশ শ্রেনীর ছাত্র ফাহাদ তালুকদার, আফ্রিদি, দ্বাদশ শ্রেণীর ছাত্র জালিজ মাহমুদ, শিক্ষার্থী মাহমুদুর রহমান, এলাকাবাসী জাহিদ ফরাজী প্রমূখ। বক্তারা অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এর কথা তুল ধরেন। বক্তারা আরও বলেন, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন ২০১৭ সালে জাল জালিয়াতি করে কাগজপত্র জমা দিয়ে নিয়োগ বোর্ডের সদস্যদের চোখে ধুলা দিয়ে অধ্যক্ষ পদে নিয়োগ লাভ করেন। পরবর্তী সময় বেতন ভাতা করার জন্য কাগজপত্র জমা দিলে তার জাল জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। ওই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মুহাম্মদ সেলিম হাসান জানান, অধ্যক্ষ পদে যোগদান করার পর থেকে ওই স্কুল এ- কলেজে বিভিন্নভাবে তিনি অনিয়ম দুর্নীতির শুরু করেন। তার বিভিন্ন অনিয়মের বিষয় প্রতিবাদ করলে তিনি সুকৌশলে নতুন কমিটি না করে বেআইনিভাবে কয়েক দফায় এডহক কমিটি গঠন করে তার খেয়াল খুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শিক্ষক কর্মচারীদের জিম্মি করে নানা অজুহাতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।
সরকারি বিধিবিধানের তোয়াক্কা না করে বিভিন্ন সভায় ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফরম ফিলাপ, প্রবেশপত্র, প্রশংসাপত্রে সহ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজে অতিরিক্তি টাকা আদায় করে নিজে আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের নামে জমাকৃত লক্ষ লক্ষ টাকা নিজে খেয়াল খুশি মতো ভুয়া বিল ভাউচার এর মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন বলেও জানান সাবেক সভাপতি সেলিম হাসান।
এ ব্যাপার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বলেন, তার বিরুদ্ধ আনীত সকল অভিযাগ সঠিক নয় পুরাটাই ভিত্তিহীন। স্বার্থান্বেষী একটি মহল তাকে হয়রানিফ করার জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ দিয়ে থাকেন।