বিদ্যালয়ের টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, প্রতারনাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে লালমনিরহাটের আদিতমারি উপজেলার সরল খাঁ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতিবাজ রশিদুল আলম ও লালমনিরহাট সদর উপজেলার মগলহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরের দিকে লালমনিহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানারে অযোগ্য দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রশিদুল আলম ও মোজাম্মেল হোসেন এর পদত্যাগ দাবি করে দুর্নীতির কথা উল্লেখ করেন। সেই সাথে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকগণ পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি চালাবে শিক্ষার্থীরা।
মগলহাট উচ্চবিদ্যালয় ও সরল খাঁ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের মোজাম্মেল হোসেন প্রধান শিক্ষক থাকায় স্বেচ্ছাচারিতা এবং রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। শিক্ষার্থীরা আরও জানান, পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। যেমন নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি এর নামে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, প্রকাশ্যে ধুমপান করা সহ উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম, সহ নানাভাবে দুর্নীতি শুরু করেন ওই প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ওই প্রাতারণ ও দুর্নীতিবাসরা দ্রুত পদত্যাগ না করলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে উল্লিখিত দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।