গাজীপুরের টঙ্গী নতুনবাজার ব্যাংকের মাঠ এলাকায় ক্যাপরি সিনেমা হল দীর্ঘ ২০বছর পর দখলমুক্ত হলো। ২০০৪ সালে শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার কারাবরণ করলে সিনেমা হলটিসহ প্রায় সোয়া দুই বিঘা জমি সরকার পরিবারের বেহাত হয়ে যায়। এরপর থেকে সিনেমা হলটি দখল করে নেন আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই ও মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান মতি ও তার সহযোগীরা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাবন্দি নূরুল ইসলাম সরকারের ছেলে মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনিসহ এলাকাবাসী হল ও জমিটি দখলমুক্ত করেন। গুড়িয়ে দেয়া হয় মাদকের হাট।
সরকার শাহনূর ইসলাম রনি জানান, বিগত ১৯৯০ সাল থেকে ব্যাংকের মাঠ এলাকার ক্যাপরি সিনেমা হলসহ প্রায় সোয়া দুই বিঘা জমি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার পরিবার ভোগদখল করে আসছিলেন। গত ২০০৪ সালের ৭ মে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া হাইস্কুল মাঠে এক জনসভায় আততায়ীর গুলিতে নিহত হন আহসান উল্লাহ মাস্টার এমপি। রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষাণি¦ত হয়ে ওই হত্যা মামলার বাদী মতিউর রহমান মতি রহস্যজনকভাবে নূরুল ইসলাম সরকারকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন। তিনি ওই মামলায় কারাবরণ করলে মতি ও তার ক্যাডার বাহিনী সিনেমা হলসহ জায়গাটি দখল করে নেয়। পরে ওই এলাকায় খুপরি ঘর তুলে দেদার চলে অসামাজিক কার্যকলাপ ও মাদকের হাট। এসব মাদকের হাট থেকে নিয়মিত মাসোহারা নিতেন মতি ও তার দোসররা। টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন হওয়ায় ব্যাংক মাঠ এলাকাটিকে ঢাকার উত্তরা-টঙ্গী-গাজীপুর-সাভার-আশুলিয়াসহ অত্র এলাকার মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে গড়ে তোলা হয়। মাদক ব্যবসায়ীদের প্রতি সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতির নেক নজর থাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার অভিযান চালিয়েও মাদক নির্মূলে ব্যর্থ হন। একপর্যায়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সরকার পরিবারের লোকজন ও এলাকাবাসী গিয়ে হলসহ জমিটি দখলমুক্ত করেন। এ সময় গুড়িয়ে দেওয়া হয় অসামাজিক কার্যকলাপের জন্য গড়ে তোলা খুপরি ঘর ও মাদকের হাট।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পরপরই টঙ্গী-গাজীপুর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ফলে তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মতির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।