টানা অতিবৃষ্টি এবং অপ্রত্যাশিত পাহাড়ি পানির ঢলে ফেনী লক্ষীপুরসহ ১২টি জেলা পানি বন্ধি হয়ে পড়েছে। এতে চরম বিপর্যয়ে পড়ে সাধারণ মানুষ।
তথ্যসূত্রে জানা যায়, এই অপ্রত্যাশিত বন্যায় প্রথম দিকে ফেনীতে বন্যার্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি থাকলেও পর্যাক্রমে ভয়াবহ রূপ নেয় বাকি জেলাগুলোতেও ফলে লক্ষীপুরের অবস্থাও ভয়াবহ রূপ ধারণ করে। অনেকের ঘরে হাঁটু পরিমান পানি উঠে। এছাড়াও লক্ষীপুরের অধিকাংশ রাস্তায় হাঁটুর উপর কোমর সমান পানি দেখা যায়। ফলে দুর্ভোগে পড়ে লক্ষীপুর বাসি। এটি স্মরণকালের ভয়াবহ বন্যা বলে মনে করছেন লক্ষীপুর বাসি। এর আগে কখনো এমনটা দেখেননি এটাই অনেকের দাবি।
মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করে সম্মিলিত বন্ধু ফোরাম কতৃপক্ষ।
এই দুঃসময়ে মানুষ যখন ঘর বন্দি অবস্থায় রয়েছে ঠিক তখনি অপ্রতিরোধ্য ভাবে জেগে উঠে সম্মিলিত বন্ধু ফোরামের তারুণ্য শক্তি। সংগঠনের সেচ্ছাসেবী টিম ৫নং ইউনিয়নের বিষ্ণুনগর এলাকা এবং আশেপাশের এলাকা গুলোর প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বন্যা পরিস্থিতি ও মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে বন্যার্তদের দুর্ভোগের কথা চিন্তা করে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয় সম্মিলিত বন্ধু ফোরাম কতৃপক্ষ। এতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজের দানশীল ব্যাক্তিবর্গ।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট (শনিবার) থেকে বন্যা দূর্ঘতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। প্রথম ধাপে, ২০০ বন্যা কবলিত পরিবারের জন্য শুকনো খাবার, ঔষধ, মোমবাতি এবং পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এই দুঃসময়ে এমন ত্রাণ সহায়তা পেয়ে বন্যার্তদের মাঝে মিললো স্বস্তির ছোঁয়া।
স্থানীয় এক ব্যাক্তি নাম না জানানোর শর্তে বলেন, এরুম বন্না আর জীবনেও দেখিনো। আর পরিবার লই আই অনেক চিন্তার মইদ্দে আছি। ভাত-সালম রাইনতেও পারি না হানির কারণে। আজ পাঠাগরের তন কিছু ত্রান দিছে এইটা পেয়ে আর পরিবারের বহুত উপকার হইছে!
তবে এই ত্রাণ সহায়তায় শেষ নয় বন্যার্তদের যেকোনো সময় যেকোনো দুর্ভোগে পাশে থাকার অঙ্গিকারও দেন এই সংগঠনটি।
এদিকে ত্রানবিতরণের সময় সংগঠনের কয়েক জনের সাথে কথা বললে তারা বলেন, যতদিন মানুষের এই দুর্ভোগ আছে, ততদিন আমরা মাঠে থাকবো-ইনশাআল্লাহ। বিগত কয়েক বছর থেকেই আমরা মানুষের পাশে ছিলাম,আগামীতেও থাকবো।
সম্মিলিত বন্ধু ফোরাম সংগঠনটি লক্ষীপুরের ০৫ নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিষ্ণুনগরে অবস্থিত।