কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা গ্রামে ঘরের ছাদে হাঁটতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে জগবন্ধু ভৌমিক নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগবন্ধু ভৌমিক বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। তিনি বক্সগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় সিনিয়র শিক্ষক বিক্রম ভৌমিকের পিতা। এদিকে ঢালুয়া ইউনিয়নের বায়রা ব্যাপারী বাড়ির মৎস্য খামারি মোহাম্মদ ফাজিল মিয়ার ৬ একর পুকুরের মাছ ভাসিয়ে নিয়ে যায় আকস্মিক বন্যায়। তার খামারের পুকুর গুলোর এমন চিত্র দেখে স্ট্রোক করে শুক্রবার দিবাগত রাতে মৃত্যু বরণ করেন তিনি। এছাড়াও উপজেলার মক্রবপুর গ্রামে রমজান আলী নামে এক অটোরিক্সা চালক শুক্রবার দুপুর ১টার দিকে মক্রবপুর বাজারে স্ট্রোক করে মারা যায়। রমজান আলীর ঘরে বন্যার পানি প্রবেশ করায় তিনি পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। প্রত্যক্ষদর্শী বাজার ব্যবসায়ীরা বলেন বাড়িতে পানি প্রবেশ করায় চিন্তা করতে-করতে তিনি হঠাৎ বাজারের রাস্তায় রিক্সা থেকে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, স্ট্রোক করে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।