পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৪ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এই সম্মেলন হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি মাওলানা আলী আজগর ও তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী মোহাম্মদ জুবায়ের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা মমতাজ উদ্দিন আনসারী, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক তৈয়ব আলী, সেক্রেটারি আবদুল হাই ভূইয়া,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম।