ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান সোহাগ এর কবর জিয়ারত করতে তার জন্মস্থান উপজেলার গফরগাঁও ইউনিয়নের গফরগাঁও গ্রামের বাড়িতে আসেন জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা। এসময় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোঃ খুররমসহ অন্যান্য নেতৃবৃন্দ। মোনাজাত শেষে তারা সোহাগের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং শান্তনা দেন।গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোঃ খুররম বলেন, আমরা এতদিন মন খুলে দোয়াও করতে পারিনি। এখন স্বৈরাচার পতন হয়েছে, তাই আমরা আমাদের রাজপথে সহযোদ্ধা যুবদলের লড়াকু সৈনিক সোহাগের কবর জিয়ারত ও তার বাড়ির পরিবারের সদস্যদের দেখতে এসেছি।