নাটোরের লালপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নার্সকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার ও একজন কে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, অপহরণের সাথে জড়িত থাকা এজাহার নামীয় আসামি সুমন আহমেদ চমকের বাবা রফিকুল ইসলাম মজনুকে আটক করে আদালতে প্রেরণ করেছেন লালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ আগষ্ট-২০২৪) দুপুরে উত্তর লালপুর গ্রামস্থ (হাজী মার্কেট সড়কের) পাটোয়ারী ক্লিনিক মোড়ের দক্ষিণ এলাকায় এঘটনা ঘটে। শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) সন্ধ্যায় পুলিশ অভিযান চালয়ে রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। ভুক্তভোগী ওই নারী লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নার্স নাসিং শেষ করে বর্তমানে বাবার বাড়ীতে বসবাস করছিলেন। এসময়ে তাকে বিভিন্ন সময় উপজেলার উত্তর লালপুর গ্রামের রফিকুল ইসলাম মজনুর ছেলে সুমন আহমেদ চমক (২৫) বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। ওই ভুক্তভোগী নারী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে লালপুর বাজারে কেনাকাটা করতে আসেন। পরে সুযোগ বুঝে অভিযুক্ত চমক ও তার কয়েকজন সহযোগী উত্তর লালপুর গ্রামের হাজী মার্কেট সড়কের পাটোয়ারী ক্লিনিক মোড়ের দক্ষণে ফাঁকা জায়গা থেকে মাইক্রোবাসে ওই নারীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজশাহী জেলার পুঠিয়া এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এজাহার ভূক্ত আসামি রফিকুল ইসলাম (মজনু) কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত চমককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।