বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপিকে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে বন্যায় দুর্গত, অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা দিতে এসেছি। তার নির্দেশনা অনুযায়ী দেশের বন্যা দুর্গত এলাকাগুলোতে সহায়তা দেবে বিএনপির নেতাকর্মীরা।
ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা চুক্তি নিয়ে বিএনপি নেতা বলেন, অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্যা আমাদের প্রাপ্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা আমাদের দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে, যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয়, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে পানি সমস্যার বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবো। আশা করি আমরা নিষ্পত্তি করতে পারবো। এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা। আমাদের পরস্পরের প্রতি স্বার্থ ও সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচেটিয়া কোনো সমস্যা সমাধান হয় না।
তিনি বলেন, বন্যায় সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে। ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এখন ক্ষমতায় নেই। এরপরও বন্যার্তদের সার্বিক পুনর্বাসনের জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আগামী দিনেও আপনাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।
শনিবার বিকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আজাদনগর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সূধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এমপি-মন্ত্রী হয়ে লুটপাট করবেন, এমন কিছু আর বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করে আমীর খসরু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মনে রাখতে হবে, বিএনপির রাজনীতি চাঁদাবাজ, লুটপাটের রাজনীতি নয়। বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণকে নিয়ে। তাদের ভালোবাসা, আস্থা নিয়ে বিএনপির রাজনীতি। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে।
আমীর খসরু বলেন, বিগত ১৭ বছরে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি। গুম, খুন, হত্যা, পুলিশ কাস্টডিতে মৃত্যুসহ অনেকে মারা গেছেন। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা সেসব শহীদের রক্তের শোধ দিতে পারব না।
তিনি বলেন, যেসব কারণে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। জনগণের স্বার্থে সেসব ফিরিয়ে দিতে পারলে, শহীদের রক্তের প্রতিদান দেয়া যাবে। এজন্য সবাইকে সুশৃঙ্খল থাকতে হবে।
বিএনপি নেতা বলেন, মাথায় রাখতে হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন চলে এসেছে। সেটি না বুঝলে বিএনপির রাজনীতি পিছিয়ে যাবে। গুণগত পরিবর্তনের বিষয় নেতাকর্মীদের বুকে ধারণ করতে হবে। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী বড় ধরনের পরিবর্তন আসবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনের সভপতিত্বে এবং সদস্য সচিব মো. শিরাজ উদ্দিনের সঞ্চালনায় সূধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী স্বেচ্ছাসেকদলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর বাড়িতে যান এবং তার আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন। এ সময় শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, সাহাব উদ্দিন সাবুসহ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।