কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা গতকাল ২৪ আগস্ট বিকাল ৪ টায় সদরের জিরো পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান মন্টু। উদ্বোধক ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতাউর রহমান রনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ নুর ইসলাম খোকন, খুলনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাবির আলী। কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সালাউদ্দিন লিটন, রওশন মোল্যা, আঃ সামাদ, ফয়জুল করিম খোকন, আঃ রহিম সানা, কোহিনুর আলম, যুবদল নেতা ইছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল,ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ,মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।