চাকরি জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন আনসার সদস্যরা।
শনিবার (২৪ আগস্ট ) সকাল ১১ টার পটুয়াখালী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তিন শতাধিক আনসার সদস্য। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে দাবিগুলো উপস্থাপন করেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের রাস্তার পাসে সরিয়ে দেয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ করেন।
বিক্ষোভ মিছিল থেকে আনসার সদস্যরা বলেন, দেশের দুঃসময় আমরা কাজ করি। পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে সমান দায়িত্ব পালন করি। তবে দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। চাকরি জাতীয়করণ করতে হবে,আমাদের একটাই দাবি।
বিক্ষোভ থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে বলেন- আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাবো।
কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা আনসার ও ভি.ডি.পি জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বলেন, তারা লিখিত দাবি নিয়ে আসছেন। তাদের দাবিগুলো ঢাকা অফিসে পাঠানো হয়েছে।