টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসাইনকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।। পরে তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। শনিবার (২৪ আগস্ট) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাংগাল।
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম, কালিহাতী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শের মোহাম্মদ আলী, পাইকড়া ইউনিয়ন সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক মহসিন, কালিহাতী সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং আবদুল বাছেদ মিয়া, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান প্রমূখ।
কাজী আশরাফ হুমায়ুন বাংগাল বলেন, "সারাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটা বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যখন যমুনা নদীর পাড়ে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ইউএনও আড়াই লাখ টাকা জরিমানা করেন, তখন তারা ক্ষিপ্ত হয়ে মাত্র তিন ঘণ্টার মধ্যে বদলির আদেশ করিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে এই বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম বলেন, "সরকারি চাকরিজীবীদের বদলি স্বাভাবিক, কিন্তু যমুনার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানের মাত্র তিন ঘণ্টার মধ্যে ইউএনওর বদলির আদেশ মেনে নেওয়া যায় না। আমরা মুক্তিযোদ্ধারা ও ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই বদলি প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে কালিহাতী ইউএনও, র বদলির আদেশ হলে রাতেই স্থানীয় ছাত্র-জনতার ব্যানারে বদলির প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল এবং পরদিন শুক্রবার সকালে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন বিক্ষোভ সমাবেশ করেছে।