পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল,২০০ ফিট কারেন্ট জাল ও ৭৫০ ফিট বাদাই জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আজ (২৪ আগস্ট) শনিবার দুপুরে উপজেলার দিলপাশার ও খানমরিচ ইউনিয়নের বিভিন্ন বিলে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী আযম,থানার এসআই সুলতান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, 'মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারায় এই নিষিদ্ধ জালগুলো জব্দ করে তা জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দেশীয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার না করতে সবাইকে সতর্ক করা হয়।'