নওগাঁর ধামইরহাটের কলম সৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ধামইরহাট প্রেস ক্লাব’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধায় ধামইরহাট প্রেস ক্লাবের আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রবীন সাংবাদিক শাইখ আব্দুল্লাহ হামিদীকে আহ্বায়ক ও বরেন্দ্র ভূমির ইতিহাস ঐতিহ্য বিষয়ের গবেষক, বর্তমান সময়ের জনপ্রিয় লেখক অধ্যাপক মোঃ আবদুর রাজ্জাক রাজুকে সদস্য সচিব এবং মাসুদ সরকারকে যুগ্ম আহ্বায়ক ঘোষনা করে কমিটি ঘোষনা করা হয়।
তরুন গণমাধ্যমকর্মী গণের বিশ্বাস গঠিত এই আহ্বায়ক কমিটি একটি স্বচ্ছ পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে, যারা ছাত্র জনতার এই নব অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
নব-নির্বাচিত আহ্বায়ক শাইখ আব্দুল্লাহ হামিদী ও সদস্য সচিব অধ্যাপক আবদুর রাজ্জাক রাজু জানান, যারা প্রকৃত লেখক ও সাংবাদিক এবং এই পেশার সাথে নিজেকে নিবেদিত রেখেছে তাদের সমন্বয়ে তরুনদের সম্পৃক্ততায় ধামইরহাট প্রেস ক্লাবের নতুন কমিটি উপহার দেওয়া হবে, যারা সকল দল ও মতের উর্ধে থেকে নিরপেক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।
উল্লেখ্য ১১/৮/২০২৪ তারিখে ধামইরহাট প্রেস ক্লাবে গঠিত কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।