মুলাদীতে দুইশ ফুট সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের ১৫ হাজার মানুষ। উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর পাইককান্দা খালের ভাঙনে দুইশ ফুট সড়ক ধসে যাওয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে খালের ভাঙন বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়রা। ভাঙন অব্যাহত থাকলে কাজিরচর হাওলাদার ব্রিজ সংলগ্ন জামে মসজিদ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন মুসুল্লিরা। তারা দ্রুত খালের ভাঙন রোধে পাইলিং করে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। পাইককান্দা গ্রামের বাসিন্দা মো. মাসুদ পাইক জানান, প্রায় দুই বছর আগে পাইককান্দা খালের ভাঙনে কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ থেকে জাহাঙ্গীর হাফেজের বাড়ি পর্যন্ত সড়ক ধসে পড়ে। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না করায় পাইককান্দা ও দক্ষিণ কাজিরচর গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এই দুই গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ আড়াই কিলোমিটার ঘুরে সিকদারকান্দা এলাকা ঘুরে যাতায়াত করছেন। গত এক সপ্তাহের ভারী বর্ষায় খালটি ভাঙন বেড়ে যাওয়ায় স্থানীয় হাওলাদার ব্রিজ সংলগ্ন জামে মসজিদের একাংশ ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সড়কটি সংস্কার এবং মসজিদ রক্ষা করা প্রয়োজন। এ ব্যাপারে কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মো. মন্টু বিশ্বাস বলেন, বর্ষায় খালের পানি বেড়ে যাওয়ায় পাইককান্দা খালে ভাঙন দেখা দিয়েছে এবং প্রায় দুইশ ফুট সড়ক ধসে পড়েছে। এতে দুই গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করে দ্রুত সংস্কারের জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, পাইককান্দা খালের গভীরতা বেশি হওয়ায় সড়ক সংস্কার ও মসজিদ রক্ষার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।