গাজীপুরের কাপাসিয়ায় বানার নদ থেকে অজ্ঞাত যুবকের (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ ২৪ আগস্ট শনিবার বিকাল তিনটার দিকে উপজেলা সদর ইউনিয়নের বলধা বাজারে পাশের নদের ঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, কালো টাউজার ও চ্যাট টি শার্ট পরিহিত একটি মৃতদেহ নদের পানিতে ভেসে থাকতে দেখতে পায়। পরে তাঁরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা আরো জানান, এই ব্যক্তি তাদের এলাকার কেউ না।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া বলেন, ২০ বছরের মত একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (পিবিআই) জানানো হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।