ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অর্থাৎ দক্ষিণাঞ্চলের আটটি ইউনিয়নে বিএনপি মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও পথসভা করেছে। মোটর সাইকেল শোডাউনের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি এ. বি সিদ্দিকুর রহমান।
শনিবার (২২ আগষ্ট) বেলা ১২ টার গফরগাঁও পৌরশহরের গোহাটা ফেডারেশন মাঠ থেকে শোডাউন শুরু হয়। শোডাউনটি পৌর শহর থেকে গফরগাঁও, লংগাইর, উস্থি, দত্তের বাজার ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি ইউনিয়নের গণসংযোগ এবং ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এ. বি সিদ্দিকুর রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের অপশক্তি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি আরও বলেন, 'দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জালিম সরকারের পতন হয়েছে। স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা মানুষ হত্যা করে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে নেতাকর্মীদের রেখে পালিয়ে গিয়েছে।
বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে, মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশের রাস্ট্র নায়ক তারেক রহমানের আহবানে দেশে শান্তি স্বস্তি বজায় রাখুন।
গণসংযোগকালে ছাত্র-জনতার অভ্যুথানে নিহতদের স্মরণ এবং গণহত্যার বিচার দাবি করে বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান,
পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর খায়রুল, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মাষ্টার, শহিদুর রহমান, জালাল উদ্দীন, মোঃ আজিম উদ্দিন আজিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন চাঁনু, জাহিদ হাসান স্বপন ও মিজানুর রহমান পল্টন, বিএনপি নেতা
মাহবুবুল আলম জুয়েল, আবদুস সালাম বিপ্লব, মনোয়ার হোসেন সুমন, সাবেক পৌর যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমনসহ গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী।