জেলার হিজলা উপজেলার পুরান হিজলা বাজারের দুইটি জালের দোকানে শনিবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশের যৌথ অভিযানে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।