রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিসহ বন্যার্তদের পাশে মানবিকতার হাত বাড়াতে সকলের প্রতি আহবান জানিয়ে শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে সকাল দশটায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুজনের উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
মানবিক রাষ্ট্রনির্মানে ২৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক টিএম আলতাফ হোসেন, কুতুব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সাবেক পৌর কাউন্সিলর হোসনেয়ারা বেবী। সুজনের পৌর শাখার সভাপতি পলাশ তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি এইচএম খায়রুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংবাদিক এইচএম সুমন, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, সুজনের পৌর সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।