বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের জাতীয়তা বাদী দল-বিএনপির নতুন অফিস উদ্বোধন ও আলোচনাসভা অনুিষ্ঠত হয়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তের হাটে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোবারেক চৌকিদারের সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে বিএনপির দলীয় অফিস উদ্বোধন করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বন্যা কবলিত মানুষ ও দেশ জাতীর কাল্যানের জন্য দোয়া-মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, জাতীয়তা বাদী দল-বিএনপি গনতন্ত্রেদল। বাংলার মাটিও মানুষের দল। বাংলার ছাত্র জনতা আমাদের সাথে আছে। আমরা বাংলার ছাত্র জনতাদেরকে নিয়ে দেশটাকে সুন্দার করতে চাই। আগৈলঝাড়া কোন চাঁদাবাজি চলবেনা। জমিদখল কারা চলবেনা। আমারা হিন্দু, খ্রীষ্টান ও মুসলমান সকলে ভাই ভাই। ৫ তারিখের পরথেকে আগৈলঝাড়ায় কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নাই। দলকে শক্তিশালি করার জন্য সকলে মিলে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহবায় কমিটির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ মো.বখতিয়ার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সামছুল হক খোকন, এনায়েত খান মনু, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা যুদল আহ্বায়ক শোভন রহমান মনির, সাবেক সভাপতি মো. ফিরোজ মোল্লা, যুবনেতা সালমান হাসান রিপন, হেমায়েত তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব আবদুর রাজ্জাক, উপজেলা শ্রমীকদল সদস্য লিটন শিকদার সহ অনেকে।