সিলেট থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর সহ হাওর অঞ্চলের সবকটি উপজেলার নদীর পাড়ের গ্রাম গুলো জনগন বন্যার পানিতে হুমকির মুখে আছে। এইসব নদীর পাড়ের অঞ্চলের মানুষের একমাত্র পেশা জাল দিয়ে মাছ ধরা। পানি বেশি হওয়ার কারণে জালের মধ্যে মাছ ও আসছে না। সেই কারণে নদীর পাড়ের হাজার হাজার মানুষ বর্তমানে খুব কষ্টের মধ্যে আছে। এদিকে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আসানপুর, শিয়ালদি পাড়, বলিয়ার্দী ইউনিয়নের একাংশ, মাইজচর ইউনিয়নের একাংশ, হুমাইপুর ইউনিয়নের নামা গুসাইপুর, আনোয়ারপুর, কৈটুপি। অন্যদিকে নিকলী উপজেলার ছাতিরচর, শিংপুর ইউনিয়নের মানুষ জন হুমকিতে আছে। যদিও গ্রাম প্রতিরক্ষা দেওয়ালের কাজ শুরু হলেও বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। বাজিতপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে ২৫-৩০ বছরে নদীরপাড়ের কয়েকশ পরিবার বাড়ি ঘর হারিয়ে ঢাকা, চট্রগ্রাম, সহ আশে পাশের বিভাগগুলোতে রিক্সা অথবা দিনমজুরের কাজ করে কোনো রকম সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে বলে জানা গেছে। এইসব মানুষদের পূর্ণবাসন করা দরকার বলে এলাকাবাসীর দাবি।