পাবনার সুজানগর উপজেলা পরিষদে যাতায়াতের রাস্তার পাশে দীর্ঘদিন জমজমাটভাবে চলছে ভাংরির ব্যবসা। এতে জনসাধারণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সঙ্গে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরেজমিন খোঁজ-খবর নিয়ে দেখা যায়, উপজেলা পরিষদে প্রবেশের রাস্তার পাশে একাধিক ভাংরির দোকান রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সকল দোকানে ভ্যান এবং ভটভটিসহ অন্যান্য যানবাহনযোগে পুরাতন লোহা এবং টিনসহ বিভিন্ন ভাংরি জিনিসপত্র আনা ও কেনা-বেচা করা হয়। অনেক সময় ভাংরি বহন করা ওই সকল যানবাহনে রাস্তাটি দখল হয়ে যায়। স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান জানান, প্রতিদিন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি শত শত মানুষ বিভিন্ন কাজ-কর্মে রাস্তাটি দিয়ে উপজেলা পরিষদের অফিস-আদালতে যাতায়াত করেন। এদের মধ্যে ২/১জন মানুষ পায়ে হেঁটে আর বেশিরভাগ মানুষ মাইক্রোবাস, কারগাড়ী, ভ্যান ও মোটরসাইকেলযোগে যাতায়াত করেন। কিন্তু ওই সকল ভাংরির দোকানের কারণে তাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা পরিষদের কর্মচারী আবু বকর বলেন উপজেলা পরিষদে যাতায়াতের রাস্তার পাশে যত্রতত্রভাবে ভাংরি ফেলে রাখা হয়। অনেক সময় আবার ভাংরি বহন করা যানবাহন রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। এতে জনসাধারণের পাশাপাশি যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়। তাছাড়া ওই ভাংরি প্রক্রিয়া করার শব্দে পরিবেশ দূষিত হচ্ছে বলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন ওই রাস্তা থেকে ভাংরির দোকান অপসারণ করার উদ্যোগ নেওয়া হবে।