দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে কর্মরত আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় বেনাপোল চেকপোস্ট থেকে মিছিল নিয়ে তারা বন্দর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। স্থলবন্দর আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুষ্ঠিত হয়।এ সময় তাঁরা নানান স্লোগান দিতে থাকেন। জানা গেছে, সারাদেশে ৫৩ হাজার আনসার সদস্য রয়েছেন। তারা চান ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ। প্লাটুন কমান্ডার মাসুদুর রহমান মাসুদ বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে সারাদেশে আনসার সদস্যরা আন্দোলন সংগ্রাম করছে তাদের প্রতি সংহতি জানাতেই আমরা মাঠে নেমেছি। ১৯৪৮সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশ ও জাতির কল্যাণেঅনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন আনসার সদস্যরা। ফলে আমাদের এই বাস্তব সম্মত দাবী মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি। বিক্ষোভকারী আনসার সদস্যরা বলেন,আমরা সরকারি অন্যান্য বাহিনীর থেকে কম কষ্ট করি না। র্যাব-পুলিশ যখন পালিয়ে ছিল, তখন আমরাই দেশের নিরাপত্তার জন্য কাজ করেছি। অথচ তাঁদের থেকে আমরা এখনো সুযোগ-সুবিধা কম ভোগ করছি। এছাড়াও আমাদের এখনো চাকরির নিশ্চয়তা নেই।