চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। আরেকজনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ (১৫) শহরের ব্যাংক কলোনীর স্বপন সরকারের ছেলে। এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনার পর প্রকাশ্যে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে এই হত্যাকা- বলে জানা যায়। স্থানীয়রা জানান, একদল কিশোর গ্যাং ধারালো অস্রশস্ত্র নিয়ে রাতের অন্ধকারে দুই কিশোরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশপাশের লোকজন এই অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে সক্সঘবদ্ধ কিশোর গেং বাস স্ট্যান্ড এলাকার দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত দুই কিশোরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক সাঈফ নামে একজনকে মৃত ঘোষণা করে। অপরজনের অবস্থাও আশঙ্কা জনক। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে নিহত সাইদের মা সাজুদা বেগম বলেন, আমার ছেলে পেশায় একজন নির্মাণ শ্রমিক। সে ঠিকাদার রিয়াদের অধীনে কাজ করতো। ফয়সাল মার্কেটে সেলাই করতে দেয়া গেঞ্জি আনতে রওনা হবার পথে আমার ছেলেকে কুপিয়েছে। আমার নাতি মামাকে রক্ষা করতে গেলে তাকেও জখম করা হয়। আমি তাদের চিনিনা। তারা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ বলেন, হাসপাতালে আনার পূর্বেই শাহীন নামের ওই কিশোরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক আজাদ শাহীনের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। তিনি বলেন, যারা এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, বিষয়টি অবগত হয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হবে।