জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তেইশ আগস্ট শুক্রবার স্থানীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ইউনিট এ আয়োজন করে। জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সম্মানিত সভাপতি মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল,সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, অ্যাডভোকেট ও সাংবাদিক ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন হাসান। টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি পূর্বের কমিটি বিলুপ্ত করে সকল নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে সর্বসম্মত্তিক্রমে আশরাফুল ইসলামকে সভাপতি ও ইয়ামিন হাসানকে সাধারণ সম্পাদক করে পনের সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।