ভোলার দৌলতখানে উত্তর বাজার মার্কাজ জামে মসজিদের শুভ উদ্বোধন করলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দৌলতখানের প্রাচীন ঐতিহ্যবাহী এই মার্কাজ মসজিদের উদ্বোধন করেন। এ সময় হাফিজ ইব্রাহিমের সাথে ছিলেন দৈনিক খবর পত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপির নেতা নাজিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, পৌরসভা বিএনপির সভাপতি ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, সহ-সভাপতি আবুল বশির মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কমিশনার জাকির হোসেন বাবুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপির মাঠ পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাবেক এমপি হাফিজ ইব্রাহিম মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখানে আসলে শত শত দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা তাকে অভিবাদন জানান। মসজিদ উদ্বোধন ও জুমার নামাজ আদায় শেষে হাফিজ ইব্রাহিম উপজেলা বিএনপি দলীয় কার্যালয় আসেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীও উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন হয়েছে। দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমাদের উচিত পূর্ণভাবে আইন শৃঙ্খলা বজায় রাখা। আওয়ামী লীগের দুঃশাসনের আমলে যারা নির্যাতিত, নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নিবেন। মামলা দেবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে পুলিশকে সহায়তা করবেন। আপনারা মনে রাখবেন আপনাদের আন্দোলনে দেশ স্বাধীন হয়নি। আমি নেতাকর্মীদের বলছি এমন কিছু করতে যাবেন না যাতে দলের ক্ষতি হয় বদনাম হয়। হাফিজ ইব্রাহিম বিগত ২০০৬ সালের কথা স্মরণ করে দিয়ে নেতা কর্মীদের বলেন এলাকায় শান্তি শৃঙ্খলার অবনতি ঘটালে প্রয়োজনে জেলখানায় পাঠাবো। তিনি বলেন আপনারা সতর্ক হোন। নচেৎ পুলিশের কাছে সোপর্দ করব। জেলখানায় দেব। প্রয়োজনে খাগড়াছড়ি জেলখানায় পাঠাবো যাতে আত্মীয়-স্বজনরা দেখা করতে না পারে। বিগত দিনে আপনারা দৌলতখানে এই দলীয় অফিসে একদিন মিটিংও করেননি। একদিন রাস্তায় নেমে মিছিলও করেননি। একদিন হরতালও পালন করেননি। মনে রাখবেন ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলন ও শহিদের আত্মত্যাগে আমাদের আজকের এস্বাধীনতা অর্জিত হয়েছে।